নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ জেলের কারাদণ্ড

বরগুনা থেকে | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ০২:৫০

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ জেলের কারাদণ্ড

বরগুনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দিয়েছেন, বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন, মোশারেফ হোসেন, দেলোয়ার মাতুব্বর, সোলায়মান, বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ইউনুস আলী, পনু মিয়া ও ইমরান হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযানে নামে। পরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়। ভোর রাতের দিকে ১০০ কেজি বরফ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় নদী থেকে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top