পাবনায় খ্রিষ্টান সম্প্রদায়
বড়দিন উপলক্ষে বিরাজ করছে উৎসবের আমেজ
পাবনা থেকে: | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ২০:০২
২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মতিথি 'শুভ বড় দিন'। আর এই দিনকে ঘিরে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। এবারও বড়দিনকে ঘিরে পাবনায় খৃষ্ট ধর্মে বিশ্বাসী পরিবার গুলোতে উৎসব ছড়িয়ে পড়েছে।
জেলায় বড়দিন উৎসব শান্তিপূর্ণ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আজ থেকে দুই হাজার বছর আগে বর্তমানের ফিলিস্তিনের বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খৃষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। সেই থেকে প্রতিবছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন যিশু খ্রিষ্টের জন্মদিন 'শুভ বড়দিন'।
যিনি মানুষকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ। সেই যিশু খ্রিষ্টের জন্মতিথি 'শুভ বড়দিন' উদযাপনে পাবনার খ্রিষ্টান পল্লী গুলিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে । খ্রিস্টান পল্লীতে চলছে নানারকম প্রস্তুতি। গির্জা গুলো সাজানো হচ্ছে নানা রং বেরংয়ের সাজে। বাড়িঘরগুলোতেও চলছে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।
আত্মীয়-পরিজনের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বাড়িতে আসা শুরু করেছে স্বজনেরা। অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীদের ব্যস্ততাও কম নয়। বাড়িঘর আলোকসজ্জা আর পিঠেপুলির আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গৃহিণীরা।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক উত্তম দাস বলেন, 'পাবনায় ৩০ টি গ্রামের ২১ টি উপাসনালয়ে বড়দিনের উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবার বড় পরিসরে সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারণে এবারে উৎসব আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। আয়োজনের মধ্যে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে নগর-কীর্তন, বড়দিনের উপাসনা, কেক কাটা, পিঠা পর্ব, প্রীতিভোজ, রয়েছে। আমরা আশাবাদী প্রশাসনসহ সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশেই বড়দিনের উৎসব উদযাপন করতে পারবো।'
পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পষ্টর ইছাহাক সরকার বলেন, 'যিশু খ্রিস্ট আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য এবং অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন। জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা এবং সবার মাঝে ভ্রাতৃত্ব মিলন বজায় রাখার আহবানে পালিত হবে এবারের বড়দিন।'
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, 'শান্তিপূর্ণ পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনন্দ মুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল গির্জায় পর্যাপ্ত সংখ্যক পোশাকি পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশের নজরদারী থাকবে।'
এনএফ৭১/জেএস/এনএম/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।