তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়
পঞ্চগড় থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ২০:২৩
হাড় কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড়। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ঘন কুয়াশা থাকায় বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যান বাহন চলাচল করতে দেখা গেছে।
এ অঞ্চলে তীব্র ঠাণ্ডার কারণে খেটে খাওয়া লোকজন কাজে যোগ দিতে পারছে না। পরিবার পরিজন নিয়ে পড়েছে চরম বিপাকে। এসব নিম্ম আয়ের লোকজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ নিউজফ্ল্যাশ৭১-কে জানান, গত কয়েক দিন পঞ্চগড়ে তাপমাত্রা ওঠা-নামা করছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়: পঞ্চগড় তীব্র শীত কুয়াশা জনজীবন বিপন্ন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।