কুমিল্লায় গৃহবধূ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লা থেকে | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৬:২৯
কুমিল্লার মেঘনায় গৃহবধূকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন মঙ্গলবার (১১ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন, রাকিব ও মানিকারচর এলাকার তাছির। তাদের মধ্যে তাছির পলাতক আছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহবধূ জামিলা বেগম নিখোঁজ হন। ২৪ জুন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন জামিলার স্বামী আবদুল হাকিম মেঘনা থানায় মামলা করেন। তদন্তের পর চারজনকে আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে পুলিশ।
দীর্ঘ তদন্ত এবং আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক সুমন, রাকিব ও তাছিরকে মৃত্যুদণ্ড দেন। হত্যায় জড়িতের প্রমাণ না পাওয়ায় খালাস দেওয়া হয় টিটুকে।
বিষয়: কুমিল্লা মৃত্যুদণ্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।