চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানি নিষ্কাশনের ড্রেনের উপর ইট গেঁথে কাঁটাতারের বেড়া
চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১০:০৫
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুবলপুর গ্রামের গাংপাড়ায় সরকারিভাবে নির্মাণকৃত ড্রেনের উপর বিম ঢালায় দিয়ে পিলার ও ইট গেঁথে কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে। আবু বক্কর ছিদ্দিক জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের মৃত নজির হাজির ছেলে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের গাংপাড়ার আবু বক্কর ছিদ্দিক গত কয়েকদিন আগে সরকারি অর্থায়নে নির্মাণকৃত গ্রামের পানি নিষ্কাশনের ড্রেনের উপর প্রভাব খাটিয়ে ইট গেঁথে সিমেন্টের খুটির সাথে কাঁটাতারের বেড়া সহ বিম দিয়ে পিলার দাড় করিয়েছে। স্থানীয়রা তাকে সরকারি স্থাপনার উপর ইট গেঁথে কাঁটাতারের বেড়া ও বিম ঢালায় দিয়ে পিলার দিতে নিষেধ করলে সে তাদের কথায় কর্ণপাত না করেই ইটের গাঁথুনির উপর কাঁটাতারের বেড়া দেয়। যার ফলে ওই রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী সরকারি অর্থায়নে নির্মাণকৃত ড্রেনের উপর থেকে অবিলম্বে অবৈধভাবে ইট গাঁথা কাঁটাতারের বেড়া অপসরণ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন।
এবিষয়ে আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি আমার জমির উপর নির্মাণকৃত ড্রেনের উপর ইট গেঁথে খু্টির গায়ে কাঁটাতার দিয়ে বেঁড়া দিয়েছি। এখানে কারো কোনো সমস্যা তো হওয়ার কিছু দেখছি না।
এবিষয়ে স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম বলেন, সে যে কাজটা করেছে আইনের দৃষ্টিতে আপরাধ। কিন্তু ড্রেনটির পশ্চিমে তার জমি থাকায় সে জমিটি সংরক্ষণের জন্য কাঁটাতারের বেড়া দিয়েছে।
তিনি আরও বলেন, ড্রেনের ভিতর যেন মাটি জমে ড্রেনটি বন্ধ না হয় সেজন্য তিনি ড্রেনের উপর ইট গেঁথেছেন।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, বিষয়টি আমার জানা নাই। যদি কোনো ব্যক্তি নিজ স্বার্থে জনগণকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে থাকে কোনো ভাবেই তাকে ছাড় দেয়া হবে না। সরজমিনে আমি ঘটনাস্থল পরিদর্শন করবো।
বিষয়: চুয়াডাঙ্গা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।