শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ ৬

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৭:৪৬

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ ৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের অন্তঃত ছয়জন নাবিক নদীতে পড়ে নিখোঁজ আছেন বলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সি-রিসোর্স ঘাট বরাবর সংলগ্ন বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নিখোঁজ ছয়জন হলেন- ওই ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, চীফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রীজার প্রদীপ চৌধুরী, ফিস মাস্টার জহির উদ্দিন এবং ডক সদস্য রহমত।

জানা গেছে, ডুবে যাওয়া ‘এমবি মাগফেরাত’ নামের ট্রলারটি র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন। গত (মঙ্গলবার) রাত দেড়টার দিকে মেরামতের জন্য ট্রলারটি সী-রিসোর্স ডকে তোলা হচ্ছিল। ট্রলারে মোট ১৫ জন নাবিক ছিল। এর মধ্যে ৯ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

এদিকে খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দুপুর পর্যন্ত তারা তল্লাশি কার্যক্রম শুরু করতে পারেননি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top