• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গাজীপুর শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়লো ৭৭টি ঘর

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০১:১৬

গাজীপুর শ্রীপুরে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে আগুনে পাঁচটি বাড়ির ৭৭টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে বেশিরভাগ ঘরের মালামাল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোন হতাহত ঘটনা ঘটেনি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ঘেঁষা আগুন পোড়া পাঁচটি বাড়ি। বাড়িগুলোর মালিক স্থানীয় নুরুল হক। প্রথম বাড়িটিতে ১৬টি, পরে তিনটি বাড়িতে ১৭টি করে ও সবশেষ বাড়িটিতে ১০টি ঘর রয়েছে। বেশির ভাগ ঘরই টিন শেড।

স্থানীয় কারখানা শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষে কাছে ঘরগুলো ভাড়া দেওয়া ছিল। প্রথমে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

ভাড়াটিয়া আমেনা খাতুন বলেন, ৮টায় কারখানায় ডিউটি শেষে মাত্রই ঘরে ফিরে রাতে খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসি। পরে আর ঘরে যেতে পারিনি। আমার ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।

শ্রমিক নিলুফা বেগম বলেন, ডিউটি শেষে রাতে এসে দেখি ঘরে আগুন জ্বলছে। শুধু চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ফ্রিজ, টেলিভিশন ও ছোটবড় বিভিন্ন ফার্নিচারসহ নগদ টাকা ছিল ঘরে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও কাপড়সহ সব মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা বলেন, ওই পাঁচ বাড়িসংলগ্ন মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টস। পুড়ে যাওয়া ঘরগুলোর বাসিন্দাদের বেশিরভাগই ওই দুই কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া জানান, আগুন লাগার পর প্রথমে তারা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয় ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বেলাল জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top