ফেলে দেওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

যশোর থেকে | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১১:৫২

ফেলে দেওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

ফেলে দেওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। এসব স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ভারতে পাচারের সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে অগ্রভুলোট সীমান্ত দিয়ে ৩ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করছে। এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। বিজিবি তাদের ধাওয়া করলে একটি কালো রং এর ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে। এসব স্বর্ণের মূল্য সাড়ে ৩ কোটি টাকা। তবে পাচারকারীরা ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top