• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মৌলভীবাজারে আগাম শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০১:৫৫

মৌলভীবাজারে আগাম শীতের আমেজ

ভৌগলিক কারণেই চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায় প্রতি বছর কিছুটা আগেভাগেই শীতের আমেজ শুরু হয়। শীত মৌসুমের বেশিরভাগ সময়ই এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্য জেলার তুলনায় শীতের অনুভূতিও হয় বেশ তীব্র। এবারও জেলায় আগেভাগেই শীত নামছে। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে দেখা মিলেছে কুয়াশার। দিনে বেশ গরম থাকলেও রাত হলেই শুরু হয় কুয়াশা পড়া। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এই কুয়াশা। রাত ও ভোরের এই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। ঘাস ও ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু। গত কয়েকদিন ধরে আবহাওয়ার এমন পরিবর্তন দেখছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই থেকে এ জেলায় অনুভূত হবে তীব্র শীত।

স্থানীয়রা জানান, এখনও তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মতো টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে শিশির বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন, কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, আজ ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্ৰি সেলসিয়াস। এ জেলায় শীত যেমন আগে শুরু হয়, তেমনি বিদায়ও হয় শেষে। এবছরও শীত অনুভূত হওয়া শুরু হয়েছে। আজ থেকেই শীতের মৌসুম শুরু। এখন থেকে তাপমাত্রাও কমা শুরু হবে, শীতের তীব্রতাও বাড়বে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top