কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমান ভোট, কাল লটারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৬:৪৮
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার সদস্য পদে দুই প্রার্থীর ভোট সমান হয়েছে। তাই নির্বাচনের বিধিমালা অনুযায়ী মঙ্গলবার সকালে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভৈরব উপজেলায় দুই সদস্য প্রার্থীর ভোট সমান হওয়ায় নির্বাচনের বিধিমালা অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই জনের মার্কা দিয়ে লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে যার নাম উঠবে তিনিই বিজয়ী হবেন।’
জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভৈরব উপজেলায় সদস্য পদে জাকির হোসেন কাজল ও কাউছার আহমেদ ভূঁইয়া সমান ভোট পেয়েছেন। তারা প্রত্যেকেই ৫১টি করে ভোট পেয়েছেন।
এছাড়া অপর সদস্য প্রার্থী মির্জা সুলাইমান পেয়েছেন চার ভোট এবং নাজির মিয়া পেয়েছেন এক ভোট। তাই নির্বাচনের বিধিমালা অনুযায়ী সমান ভোট পাওয়া দুজনের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
এ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে তিন উপজেলা (ভৈরব-কুলিয়ারচর-কটিয়াদি) মিলে ১৬৩ ভোট পেয়ে আসমা আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট সানজিদা বেগম পেয়েছেন ১২৭ ভোট।
এনএফ/আরআর/২০২২
বিষয়: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।