গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সময় বাড়ল ৯০ দিন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৬:৩৯

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সময় বাড়ল ৯০ দিন

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই নির্বাচন সম্পন্ন করতে আরও ৯০ দিন সময় বাড়িয়েছে ইসি।

বুধবার (১৯ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সংবিধানের বিধান মতে জাতীয় সংসদের কোনো সদস্যপদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই শূন্যপদ নির্বাচনের মাধ্যমে পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচনের মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। কিন্তু গত ১২ অক্টোবর ওই শূন্য আসনে ভোটগ্রহণ শুরু হলেও অনিয়ম ও জালিয়াতির অভিযোগে নির্বাচন বন্ধ ঘোষণা করে ইসি।

যেহেতু ২০ অক্টোবরে মধ্যে নির্বাচন শেষ করার কথা ছিল কিন্তু ১২ অক্টোবর নির্বাচন বন্ধ ঘোষণা করায় বাকি ৮ দিনের মধ্যে সব আবশ্যক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুনর্নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই সাংবিধানিক ক্ষমতাবলে গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন সম্পন্ন করতে আরও ৯০ দিন বাড়িয়েছে ইসি। ফলে এই আসনের উপনির্বাচন ২০২৩ সালের ২০ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top