ব্যবসা বানিজ্যের প্রসার
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত নৌবন্দর এলাকা পরিদর্শন
লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১০:৩৪
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম ফেরদৌস আলম বলেন লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট নৌবন্দর চালু হলে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, মানুষের জিবনযাত্রার মান উন্নয়ন হবে।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট নৌবন্দর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দসহ বিআইডব্লিউটি-এর চাদঁপুর অঞ্চলের কর্মকর্তাগণ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: লক্ষ্মীপুর নৌ-পরিবহন নৌবন্দর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।