রাবির হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১২:০৯

রাবির হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ বুধবার রাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। ‍উপস্থিত শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালান। রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান।’ তবে ওই শিক্ষার্থী ঠিক কিভাবে পড়েছেন তা জানাতে পারেননি ছাত্র উপদেষ্টা।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাহরিয়ার হলের তৃতীয় ব্লকের পূর্ব কোনার ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন। তবে তিনি পশ্চিমপাশ থেকে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কিভাবে পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top