বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বেনাপোল বন্দরে আগুন, পুড়ল আমদানি পণ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ২১:৫৫

বেনাপোল বন্দরে আগুন, পুড়ল আমদানি পণ্য

বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু আমদানি পণ্য ও কাগজপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমর দেবনাথ বলেন, ‘রাতে হঠাৎ করেই বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস রুমে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস কক্ষ থেকে ছড়িয়ে পড়ে পণ্যাগারে। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top