কূপে আটকে পড়া শ্রমিককে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ২৩:২৫
রংপুরের বদরগঞ্জে শনিবার দুপুরে কূপ খনন করতে গিয়ে বালু ধসে মাটির ২০ ফুট গভীরে আটকা পড়েন আবু হাসান নামে একজন নির্মাণশ্রমিক।
ফায়ার সার্ভিসের দীর্ঘ ১০ ঘণ্টার চেষ্টার পর অবশেষে সেই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকে কাজ করছিলেন আবু হাসানসহ তিন শ্রমিক। দুপুর আড়াইটার দিকে খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে আটকা পড়েন আবু হাসান।
প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও, গলা পর্যন্ত বালু চাপা পরে গিয়ে মৃত্যুর ঝুঁকিতে পরে যান আবু হাসান৷ পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে তাদের মিশন শুরু করেন। আবু হাসানের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সনাতন পদ্ধতিতে উদ্ধার অভিযান চালানো হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।