হাতিয়ায় ২৮০০ লিটার চোরাই তেল জব্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৩:৫৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ২৮০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৬ অক্টোবর) উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল।
শফিউল কিঞ্জল বলেন, ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: হাতিয়া নোয়াখালী ডিজেল পামওয়েল কোস্ট গার্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।