শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় পুলিশের বাঁধা

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১০:০১

লক্ষ্মীপুরে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় পুলিশের বাঁধা

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা যুবদল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে শহরের গোডাউন রোড বশির ভিলা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কিছুদূর সামনে যেতেই পুলিশ বাধা দেয়। পরে পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারন সম্পাদক রাশেদুল হাসান লিংকন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top