দোয়ারাবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন
দোয়ারাবাজার প্রতিনিধি | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৪:৫৯
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।
‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১১টায় দোয়ারাবাজার থানা থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়ারাবাজার থানা কমপ্লেক্সে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যগণ, শিক্ষক ও শিক্ষার্থীগণ কমিউনিটি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর তার বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।