কুমিল্লায় বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত

রায়হান রাজীব | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২, ০৪:৪৭

কুমিল্লায় বাস দুর্ঘটনা

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মা ও মেয়েসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চান্দিনার কাঠেরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- দেবিদ্বার উপজেলার ছোটনা এলাকার বাবুলের ছেলে মো. হাবীব (২৮), চান্দিনার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তন্নীর মেয়ে মুনতাহা (২) ও বাগমারা এলাকার আবু ইউসুফের মেয়ে রাজিয়া আক্তার (৪০)।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চান্দিনার কাঠেরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, হতাহতরা বরুড়া উপজেলার জলগাঁও এলাকা থেকে কবিরাজ দেখিয়ে সোমবার দুপুর ১২টার দিকে অটোরিকশায় করে ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top