পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় থেকে | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

ছবি: নিউজফ্ল্যাশ৭১

পঞ্চগড়ে টানা ৯ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

টানা ৯ দিনের মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে সংকটে জনজীবন। বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগের প্রকোপ। সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীদের আনাগোনা। কমে গেছে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয়-রোজগার।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলেছে। গত ৯ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন জানান, শীত মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারিভাবে প্রায় ২২ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র ক্রয়ের জন্য পাঁচ উপজেলায় ছয় লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top