শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাছের ডালে ঝুলে থাকা যুবক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২, ১১:৩২

গাছের ডালে ঝুলে থাকা যুবক উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫০ ফুট ওপরে গাছে আটকে পড়া সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিজ বসতভিটার ঝুলে থাকা গাছের ডাল কাটতে বুধবার (২ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ৫০ ফুট উচ্চতায় ওঠেন এক যুবক। সেখান থেকে নিচে নামতে গিয়ে তিনি পড়েন বিড়ম্বনায়। অসুস্থ হয়ে গাছের ডালের ওপরই ঝুলে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা, ঘণ্টাখানেক চেষ্টার পর ওপর থেকে নিচে নামান সেই যুবককে। ঘটনাটি ঘটেছে হরিণাকুন্ডু উপজেলার নিচ তোলা গ্রামে। উদ্ধার করা যুবকের নাম সাজিদ (২০)। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top