কিশোরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০০:০৩
কিশোরগঞ্জের ইটনা উপজেলার দুর্গম মৃগা ইউনিয়নের শান্তিপুর আমিরগঞ্জ বাজার এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী। আহতদের পার্শ্ববর্তী সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে শান্তিপুর বাজার এলাকায় ২ শিশুর মধ্যে ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দুপক্ষ এসব নিয়ে সালিশে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এ ঘটনার জেরে শনিবার সকালে দু'পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় যেন আর কোন রকম ঝামেলা না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।