দুবলার চরে শুরু হয়েছে রাস উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২, ০৫:৫২

দুবলার চরে শুরু হয়েছে রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শতবর্ষী রাস উৎসব। রোববার (৬ নভেম্বর) সকালে আলোরকোলে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। সন্ধ্যায় দুবলার চরের মন্দিরে সন্ধ্যাপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ রাস উৎসব উদযাপন শুরু করবেন। পূজা ও পুণ্যস্নানের মাধ্যমে আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে।

হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষ এ উৎসবে হাজির হয়। কিন্তু ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাস মেলা হয়নি। করোনার কারণে ২০২০ সাল থেকে মেলা বন্ধ রাখে প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতে তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের টহল দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top