শনিবার খুলনায় জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৬:৩৭

শনিবার খুলনায় জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন

খুলনায় আগামী শনিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন-২০২২। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মৌমাছি ও মধু জোটের সভাপতি মধু গবেষক সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার জানান, সম্মেলনে বিএসটিআই লাইসেন্স, হালাল সার্টিফিকেট ও লাইসেন্সের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা মধু ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে এবং রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। মানসম্পন্ন মধু সংগ্রহের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত বিষয়ে দিকনির্দেশনা আলোচ্য বিষয়বস্তু হিসেবে থাকবে। সুন্দরবন হতে বন বিভাগের মাধ্যমে মধু সংগ্রহ ও বিপণন বিষয়ক কর্মপদ্ধতির আলোচনা হবে। সুন্দরবন হানি ট্যুরিজম এর মাধ্যমে মধু ও মৌমাছি পর্যটন শিল্পে সংযুক্তি, রাজস্ব বৃদ্ধি ও সুদুরপ্রসারী সম্ভবনার বিষয় আলোচনা হবে। হাতে কলমে সংক্ষিপ্ত মৌচাষ পদ্ধতি শিক্ষা কার্যক্রম আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বাসস’র প্রতিনিধি এসএম জাহিদ হোসেন, মৌমাছি ও মধু সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ আকমুল হোসেন মাহমুদ, মৌমাছি ও গ্রুপের এডমিন আরিফুল ইসলাম, তানভীর আহমেদ মুন্না, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top