লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১১:৩২

লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলেছেন, নদী তীর রক্ষা বাঁধ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবাইকে আস্থা রাখতে হবে। তিনি বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নির্দেশনা দিয়েছেন। তার আমলেই দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।

রামগতি-কমলনগরে নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১শ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের লধুয়া মাছ ঘাট এলাকায় ভাঙন পরিদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন। পরে তারা স্পিডবোটযোগে রামগতি পর্যন্ত ভাঙন পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মদ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আবদুজ্জাহের সাজু।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top