রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:৩৩

ফরিদপুরে পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। এই ধর্মঘট আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে।

এতে সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরী প্রয়োজনে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে হচ্ছে। অনেকে অসুস্থ আত্মীয় স্বজন নিয়েও বিপাকে পড়েছেন।

বাস বন্ধ থাকায় মানুষ অটোরিকশা ও মহেন্দ্রতে গন্তব্যে যাচ্ছে। ফরিদপুর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহসহ দূরের গন্তব্যে মানুষ অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করছে। সেক্ষেত্রে তাদের ভাড়া গুনতে হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়েও ৪০ থেকে ৫০ টাকা বেশি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জেডএম জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের কারণে গোপালগঞ্জ, শরয়িতপুর, রাজবাড়ি, যশোর থেকে নেতাকর্মীদের সমাবেশে আসতে কষ্ট করতে হচ্ছে। অনেক নেতাকর্মী আসতেও পারবে না।

এদিকে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর গত ৭ নভেম্বর চিঠি দিয়ে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তবে সেই দাবি মানা হয়নি। ফলে ভোর ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top