গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৬:২২
গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি মো. জিরুল্লাহ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়: গোপালগঞ্জ মাদক মামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।