গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৬:২২

গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি মো. জিরুল্লাহ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top