সুনামগঞ্জের দিরাইয়ে আ. লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১০ ও নিহত ১

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১২:১৫

সুনামগঞ্জের দিরাইয়ে আ. লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১০ ও নিহত ১

দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দুই গ্রুপের তুমুল সংঘর্ষে নিহত হন একজন।

সোমবার দুপুর ১টার দিকের ঘটনা। উপজেলার বিএডিসি মাঠে সম্মেলন শুরু হয়। কিছুক্ষণ পরই সংঘর্ষ শুরু হয় দু পক্ষের সমর্থকদের মধ্যে। একপক্ষের নেতৃত্ব দেন দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আরেকপক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। সংঘর্ষের সময় ছোড়া হয় ইটপাটকেল। নিক্ষেপ করা হয় চেয়ার। এসময় আজমল হোসেন নামের একজন পিঠে ইট লেগে আহত হন। পরে মারা যান।

তবে ডাক্তারদের বরাত দিয়ে এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে পুলিশ।

সম্মেলন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহীদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডনসহ জেলার নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। জীবন বাঁচাতে লুকান চেয়ারের নিচে।

এ ঘটনায় কিছু সময় বন্ধ থাকে সম্মেলনের কার্যক্রম। পরবর্তীতে আবারও শুরু হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিকতা।

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, এ হামলা আমাদের উপর নয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চালানো হয়েছে। আমরা তাদের চিহ্নিত করে রেখেছি। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top