হিলিতে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

হিলি থেকে | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১২:০২

হিলিতে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, ওসি আবু সায়েম মিয়া, স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি দেখেন। মেলায় ২৪ টি স্টল দিয়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তাদের উদ্ধাবিত বিভিন্ন প্রযুক্তি সকলের সামনে তুলে ধরেন আগামীকাল বিকেল পর্যন্ত চলবে এই মেলা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top