শুক্রবার থেকে মৌলভীবাজারে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০০:৫৫
মৌলভীবাজারে শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি। বুধবার (১৬ নভেম্বর) রাতে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এ ধর্মঘটের ঘোষণা দেন।
তিনি জানানা, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, অবৈধভাবে ব্যাটারিচালিত টমটমের চলাচল, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন জানান, আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটকালে জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বিষয়: মৌলভীবাজার পরিবহন ধর্মঘট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।