৩০ কেজির গোল্ডফিশ ধরা পড়ল বড়শিতে

নিশি রহমান | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৬:১২

৩০ কেজির গোল্ডফিশ

 ব্রিটিশ সৌখিন মৎস্য শিকারি হ্যাকতের বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ। মাছটি ধরে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।

ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে।

কমলা রঙের ওই মাছটির স্থানীয় নাম ক্যারোট। আর আগে ২০১৯ সালে এ প্রজাতির আরও একটি মাছ ধরা পড়ে। সেটির ওজন ছিল ১৩ কেজি ৬শ’ গ্রাম। মাছটি শিকার করেছিলেন যুক্তরাষ্ট্রের মৎস্য শিকারি জ্যাসন।

এটি এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত।এন্ড্রি হ্যাকেট এই বিশাল গোল্ডফিশটি ধরে  বিশ্বরেকর্ড করে ফেললেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top