শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পৌরসভা নির্বাচন: পাবনায় ভোটগ্রহণ চলছে ইভিএমে

পাবনা থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৩২

ছবি: নিউজফ্ল্যাশ৭১

প্রথম ধাপে শুরু হয়েছে পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন। ভোটগ্রহণ চলছে ইভিএমে। এবার পৌরসভায় মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার ভোট দিচ্ছেন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (২৮ডিসেম্বর) সকাল আটটা থেকে চাটমোহর পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে নৌকার এজেন্ট দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।

প্রার্থীদের অভিযোগ, ভোট কেন্দ্রে থেকে তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

এদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে স্বতন্ত মেয়র প্রার্থী মীর্জা রেজাউল করিম দুলাল ও আব্দুল মান্নান অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে।

তবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top