• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, গ্রেপ্তার ১

নিশি রহমান | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৪:৫৮

মানিকগঞ্জে সিএনজিতে আগুন

মানিকগঞ্জের সিংগাইরে মিছিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুরকে আটক করেছে পুলিশ।শনিবার  রাতে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার রাত পৌনে ৯ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মাঝ রাস্তায় একটি সিএনজিতে আগুন জ্বলতে দেখেন তারা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা  জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশকে সামনে রেখে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেন তারা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সিএনজিচালক বাদি হয়ে মামলা করেছেন। মামলার আসামি আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া (জয়) জানান, শনিবার দিন অথবা রাতে তাদের কোনো দলীয় কর্মসূচি ছিলো না।

তিনি আরও বলেন, কেউ কোনো মিছিল, স্লোগান দিয়েছে কিনা তা আমার জানা নেই। সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা সাজানোও হতে পারে। এর মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে নতুন মামলা দিয়ে হয়রানি করতে পারে পুলিশ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top