বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১২:০৯

উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহাব উদ্দিন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে ১২নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ১২নং ক্যাম্পের মৌলবী মনির আহাম্মদের ছেলে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা মাদক ও অস্ত্র পাচারে কেউ বাধা দিলে তাদের টার্গেট করে হত্যা করছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে। এছাড়া ক্যাম্পে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top