দোয়ারাবাজারে সুরমা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ০৬:৩৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম, বিএনপির(স্বতন্ত্র প্রার্থী) হারুন অর রশীদ,আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বুলু, আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) হযরত আলী,
আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) মোহাম্মদ শাহ জামাল।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গত গত (২১ সেপ্টেম্বর) এই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর এবং আগামী ২৯ ডিসেম্বর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।