রাজশাহীতে এবার সিএনজি অটোরিকশা ও থ্রিহুইলার ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬
রাজশাহীতে চলমান বাস ধর্মঘটের মধ্যেই এবার সিএনজি অটোরিকশা ও থ্রিহুইলার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেন।
সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, আমাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু বাস মালিকেরা আমাদের গাড়িকে ‘অবৈধ’ বলেন। মহাসড়কে আমাদের গাড়ি চলাচল করলে তাতে বাস মালিকেরা বাধা দেন। তাই আমরা দুই দফা দাবিতে ধর্মঘট শুরু করেছি। আমাদের দাবি দুটি হলো-বাস মালিকদের বাধা এবং বিআরটিএ’র হয়রানি বন্ধ করা।
শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশের আগে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। এই ধর্মঘট সমাবেশে বাধা দেওয়ার অংশ বলছেন বিএনপি নেতারা। চলমান এই বাস ধর্মঘটের মধ্যেই অটোরিকশা ও থ্রিহুইলার ধর্মঘটও ডাকা হলো।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: রাজশাহী সিএনজি অটোরিকশা ধর্মঘট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।