বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে মেহেরুননেসা নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, মেহেরুননেসা দেওয়ানহাটের জানে আলমের মেয়ে। পরিবারের লোকজন এন মতে কিশোরী আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top