তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা

নিশি রহমান | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ০৩:২৬

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করেছে। সেই সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া। আর এতেই জেলার নিম্নআয়ের লোকজন পড়েছেন বিপাকে। সীমান্তঘেঁষা এই এলাকায় ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় এ জেলার দরিদ্র পরিবার, ছিন্নমূল অসহায় দিনমজুর মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া বার্তায় বলা হয়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top