দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা; দুই ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:১৫
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সানজিদা বেগম।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট সানজিদা বেগম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ভৈরবনদীর মাটি খনন করে বিক্রি করার অপরাধে বালুমহল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় কোমরপুর গ্রামের ব্যবসায়ী লাল্টুকে ৫০ হাজার টাকা ও কার্পাসডাঙ্গা কবরস্থান নামক মোড়সংলগ্ন স্থানে অবস্থিত সততা ক্লিনিক এর মালিক জহির উদ্দিন খানকে মেডিক্যাল প্র্যাকটিসের বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানেটারী ইন্সপেক্টর জামাত আলী, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যগণ।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।