সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪
যশোরের চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার বিকালে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই পাচারকারীকে আটক করেন।
আটক নাজমুল হোসেন (২২) চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে। ওই স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানে সীমান্তের মেইন পিলার ৪০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুরের পাকা রাস্তার উপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার আনুমানিক ওজন দুই কেজি। ওই স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা।
বিষয়: যশোর স্বর্ণের বার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।