কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন চিকিৎসকরা

জামালপুর থেকে | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০০:৫৮

ছবি: সংগৃহীত

জামালপুরে টানা ৪ দিনের অব্যাহত কর্মবিরতির পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে চিকিৎসা সেবায় ফিরেছেন কর্মরত চিকিৎসকরা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা সভা শেষে এ ঘোষণা দেন জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহাফুজুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন, জামালপুর-৫ আসনের সাংসদ প্রকৌশলী মোজাফফর হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পুলিশের এসপি দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মীর্জা সাখাওয়াতুল মনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দুপুরে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও আসবাবপত্র ভাঙচুর করে। এর জের ধরে ওইদিন হাসপাতাল ক্যাম্পাসে বহিরাগত লোকজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ছাড়াও সদরের ইউএইচএফপিও চিকিৎসক লুৎফর রহমান পুলিশি নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান বাদী হয়ে পাঁচজনের নামে এবং আরও অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে ২৬ ডিসেম্বর রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top