চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর সবার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ২০:৫১
চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন তাসলিমা আকতার নামে এক নারী।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে এসব নবজাতকের জন্ম হয়। তবে দেড় ঘণ্টা পর ছয় নবজাতকই মারা যায়।
হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা জানান, অপরিণত হওয়ায় মাত্র দেড় ঘণ্টা জীবিত থাকার পর ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে ছিল। তবে তাদের মা সুস্থ রয়েছেন।
তিনি বলেন, তাসলিমা আমার তত্ত্বাবধানে ছিলেন গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে। প্রথমে দেখেই আমার মনে হয়েছিল তার পেটের উচ্চতা বেশি। গর্ভধারণের সাড়ে ৫ মাসের দিকে এসে জরায়ুর সমস্যা নিয়ে তাসলিমা আবার আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়েছে। রোগীও আমার উপর আস্থাশীল ছিলেন। এ কারণে নরমাল ডেলিভারি সম্ভব হয়।
বিষয়: চট্টগ্রাম সন্তান জন্ম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।