খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৫

খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়।

এদিকে খাগড়াছড়ির হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামাল দিয়ে হিমশিমি খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আতঙ্কিত না হয়ে তাই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

খাগড়াছড়ি জেলা সদর হসপাতাল সূত্রে জনা গেছে, গত কয়েকদিনের ঠান্ডায় খাগড়াছড়িতে বেড়েছে জ্বর, সর্দি ও কাশিসহ নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। গত এক সপ্তাহে ৩ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। দুই শিশু মারা গেছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের কারণে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অধিকাংশের বয়স ৬ থেকে ১৮ মাস।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, প্রতিদিন খাগড়াছড়ি সদর হাসপাতালে ৫ থেকে সাড়ে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৫০ জন রোগীকে হাসপাতালের ইনডোরে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগী ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি নিয়ে হাসপাতালে আসছেন। বয়স্ক রোগীরাও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।

একই হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। অনেক বাচ্চাদের ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top