আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০০:১১

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এ বছর চতুর্থ বারের মতো বগিটি লাইনচ্যুত হয়।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে লোকোসেডের কর্মীরা কাজ করেন বলে জানান লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম। 

আরও পড়ুন: উপস্থাপক জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ

তার তথ্য মতো মতে, উদ্ধার কাজ শেষে সকাল ১০ টা ৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলচাল স্বাভাভিক হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top