রসিক নির্বাচন

সিল মারা ভোটই ভালো আছিল : রসিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩

ভোটগ্রহণ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নগরীর উত্তম বনিক পাড়ার বাসিন্দা শরিফ উদ্দীন (৬৫) বলেন, বেলা একটা বাজি গেলো। নগোলের (আঙ্গুল) ছাপ মিলিল না। ৫ ঘণ্টা লাইনোত দাঁড়ায়াও ভোটটা দিবার পামু না। ফির পরে আসির কইল এইখানকার অফিসারগুলা। বাড়ি গেইলে আর আসিম না। নিজের খ্যায়া ভোট দিবার আসি এত যন্ত্রণা। মেশিনের থাকি সিল মারা ভোটই ভালো আছিল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর পিজাইডিং অফিসাররা বলছেন, আঙ্গুলের ছাপ না মিললে বা মেশিন সেটি গ্রহণ না করলে ফরমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জন সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top