নাটোরে ছাত্রীকে যৌন হয়রানী অভিযোগে গ্রেফতার ১

নিশি রহমান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০১:৪২

ছবি: সংগৃহীত

নাটোরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে সাজ্জাদুর রহমান সাকিব নামে এক ট্রেনিং সেন্টারের পরিচালককে আটক করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যা ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক সাজ্জাদুর রহমান সাকিব শহরের মাদ্রাসা মোড়ের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দশ দিন আগে নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হন নাটোর শহরের একটি স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রী। গত বৃহস্পতিবার অভিযুক্ত সাকিব ওই শিক্ষার্থীকে ফোনে শনিবার সকাল ৮টা থেকে প্রশিক্ষণ শুরু হবে বলে জানান।

আরও পড়ুন: রাজধানীতে গ্রেপ্তার ২৫ ছিনতাইকারী

যথারীতি ওই শিক্ষার্থী শনিবার সকালে প্রশিক্ষণের জন্য যান। এ সময় অন্য কোনো শিক্ষার্থীরা না থাকার সুযোগে ভূক্তভোগীর স্পর্শকাতর জায়গায় হাত দেয় অভিযুক্ত সাকিব। এ সময় জ্বলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ মেয়েটির সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অন্য শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য আসলে মেয়েটিকে ছেড়ে দেয় সাকিব।

ভয়ে তাৎক্ষণিকভাবে ভূক্তভোগী তার পরিবারকে কিছু না জানালেও; গতকাল তিনি তার পরিবারকে বিষয়টি জানালে তার পরিবারের সদস্যরা অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে গিয়ে সেখানকার পরিচালক সাজ্জাদুর রহমান সাকিবকে মারতে উদ্যাত হন। কিন্তু এ সময় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম বিষয়টি সদর থানার ওসিকে জানায় এবং পুলিশ গিয়ে অভিযুক্ত সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: আল-কায়েদা মতাদর্শী ছয়জন ৫ দিনের রিমান্ডে

এ বিষয়ে সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, যৌন হয়রানীর অভিযোগে অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক সাজ্জাদুর রহমান সাকিব নামে একজনকে আটক করা হয়েছে। সেখানকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ভূক্তভোগীর জবানবন্দি নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top