শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মেঘনায় ৭ জেলের জরিমানা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩, ০৭:১৫

লক্ষ্মীপুরের কমলনগর

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে বিশেষ কম্বিং অপারেশন করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সাত জেলেকে আটকসহ তাদের কাছ থেকে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সাত জেলেকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ জালগ পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ জালের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নদীতে যৌথ এ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, উপজেলা আওতাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে সাতজন জেলেকে আটক এবং দেড়লাখ মিটার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। মাছগুলো দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top