আজ পঞ্চগড়ে রেকর্ড তাপমাত্রা ৭.৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ২৩:৫৭

পঞ্চগড়

পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার সকালে জেলায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

সোমবার (৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সোমবার এবং মঙ্গলবার শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে।

আরও পড়ুন: সিইও নয়, সাকিব হতে চান বিসিবি সভাপতি!

শৈত্যপ্রবাহ সোমবার ও মঙ্গলবার গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল বিভাগের কিছু জেলায় আসতে পারে। রোববার দেশের তিনটি জেলা চুয়াডাঙ্গা, যশোর ও পাবনায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। ফলে চলতি বছর প্রথমবারের মতো তিনটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।







পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top