সীমান্তে ভারতের পাকাঘর নির্মাণে বিজিবির বাধা

হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ১৯:১৪

ফাইল ছবি

অবশেষে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে উত্তেজনার অবসান ঘটেছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাকা অফিস নির্মাণ করতে পারবে না। আগের টিনের অফিসই থাকবে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকায় পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ধর্মঘর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বক্কর নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে। বিএসএফের সুবেদার ত্রিমোহন সিং নেতৃত্ব দেন ভারতের পক্ষে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে ভারতীয় জনতা পার্টির অফিস নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দেন ধর্মঘর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মোতায়েন করা হয়।

সামিউন্নবী চৌধুরী জানান,শুক্রবার দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের পতাকা বৈঠকের পর বিষয়টি সমাধান হয়। এতে বিজিবি-বিএসএফ উত্তেজনার অবসান ঘটেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top