বান্দরবানে র‌্যাবের অভিযানে ৫ জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ০৭:৫৫

বান্দরবানে জঙ্গি সংগঠন

বান্দরবানের দুই উপজেলায় থানচি-রোয়াংছড়ি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। আটক জঙ্গিরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সদস্য।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে থানচি ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে প্রায় তিন মাস ধরে র‌্যাব সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সস্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রশিক্ষণ আস্তানা থেকে ৫ জঙ্গিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর  বারোটায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রেস কনফারেন্সে মাধ্যমে এ তথ্য জানান।

এদিকে নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম আতংক বিরাজ করছে। অনেকে জানমাল রক্ষার্থে দেশ ছেড়ে অনেক পরিবার ভারত মিজোরামের অবস্থান নিয়েছে বলে খবর শুনেছি।

আরও পড়ুন: পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন বান্দরবানের কয়েক দফায় রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলাকে পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি দিয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top